Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর

| প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নাঙ্গলকোটে ৮ ইউ.পি নির্বাচনের তফসিল ঘোষণা
নাঙ্গলকোট (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পুনর্গঠিত আটটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের তসফিস ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১২ নভেম্বর রোববার নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করে। পুনর্গঠিত ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে- রায়কোট উত্তর, রায়কোট দক্ষিণ, জোড্ডা পূর্ব, জোড্ডা পশ্চিম, দৌলখাঁড়, বটতলী, আদ্রা উত্তর, আদ্রা দক্ষিণ। তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ ২৭ নভেম্বর (সোমবার), রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৯ নভেম্বর (বুধবার), প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর (বুধবার), ভোট গ্রহণের তারিখ ২৮ ডিসেম্বর (বৃহষ্পতিবার)। নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ থেকে আটটি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নাম ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। রায়কোট দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হচ্ছে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহŸায়ক সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, রায়কোট উত্তর ইউনিয়নে প্রার্থী হচ্ছে রায়কোট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ আহŸায়ক মাস্টার রফিকুল ইসলাম, জোড্ডা পূর্ব ইউনিয়নে প্রার্থী হচ্ছে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সদস্য আনোয়ার হোসেন মিয়াজী, জোড্ডা পশ্চিম ইউনিয়নে প্রার্থী হচ্ছে মাসুদ রানা ভ‚ঁইয়া, দৌলখাঁড় ইউনিয়নে প্রার্থী হচ্ছে- আবুল কালাম ভ‚ঁইয়া, বটতলী ইউনিয়নে প্রার্থী হচ্ছে বর্তমান চেয়ারম্যান মাষ্টার এন কে সিরাজুল আলম, আদ্রা উত্তর ইউনিয়নে প্রার্থী হচ্ছে তাজুল ইসলাম, আদ্রা দক্ষিণ ইউনিয়নে প্রার্থী হচ্ছে আবদুল ওহাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ