রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : উত্তরাঞ্চলে শীত শুরু হয়েছে। শীতের শিশির পড়ার ভিজে যাচ্ছে শাক-সবজির ক্ষেতসহ ঘাস ও গাছের লতাপাতা। সন্ধ্যা থেকে সারারাত ও সকাল থাকে কুয়াশায় ঢাকা। বর্তমানে সন্ধ্যার পর এ অঞ্চলের জনপদ ঢেকে যাচ্ছে কুয়াশায়। এ জনপদে শীতের প্রকোপ বাড়ছে ধীরে ধীরে। রাতে ও সকালে গ্রামাঞ্চলের লোকজন রীতিমতো কাঁথা, কম্বল ও মোটা কাপড় পরিধান করছে শীত নিবারণের জন্য। প্রতিবারের মতো এবারো এখানে শীতের তীব্রতা বাড়বে এমন আশঙ্কায় লেপ-তোশক তৈরির ধুম পড়েছে। লেপ-তোশকের কারিগররা এখন তাই ব্যস্ত লেপ-তোশক বানানোর কাজে। মৌসুমী ব্যবসায়ীরা রেডিমেট লেপ-তোশক তৈরি করে গ্রামে ফেরি করে বিক্রি করছেন। সিরাজগঞ্জের কাজিপুরের মেঘাই বজারের কারিগর দুলাল মিয়া জানান, প্রায় একমাস ধরে চলছে লেপ-তোশক বানানোর কাজ। আরো পুরো শীতজুড়ে চলবে এই কাজ। কাঁচামাল ও মজুরি মিলিয়ে একেকটি লেপের খরচ পড়ে এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।