Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তরাঞ্চলে চলছে লেপ-তোশক বানানোর ধুম

| প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : উত্তরাঞ্চলে শীত শুরু হয়েছে। শীতের শিশির পড়ার ভিজে যাচ্ছে শাক-সবজির ক্ষেতসহ ঘাস ও গাছের লতাপাতা। সন্ধ্যা থেকে সারারাত ও সকাল থাকে কুয়াশায় ঢাকা। বর্তমানে সন্ধ্যার পর এ অঞ্চলের জনপদ ঢেকে যাচ্ছে কুয়াশায়। এ জনপদে শীতের প্রকোপ বাড়ছে ধীরে ধীরে। রাতে ও সকালে গ্রামাঞ্চলের লোকজন রীতিমতো কাঁথা, কম্বল ও মোটা কাপড় পরিধান করছে শীত নিবারণের জন্য। প্রতিবারের মতো এবারো এখানে শীতের তীব্রতা বাড়বে এমন আশঙ্কায় লেপ-তোশক তৈরির ধুম পড়েছে। লেপ-তোশকের কারিগররা এখন তাই ব্যস্ত লেপ-তোশক বানানোর কাজে। মৌসুমী ব্যবসায়ীরা রেডিমেট লেপ-তোশক তৈরি করে গ্রামে ফেরি করে বিক্রি করছেন। সিরাজগঞ্জের কাজিপুরের মেঘাই বজারের কারিগর দুলাল মিয়া জানান, প্রায় একমাস ধরে চলছে লেপ-তোশক বানানোর কাজ। আরো পুরো শীতজুড়ে চলবে এই কাজ। কাঁচামাল ও মজুরি মিলিয়ে একেকটি লেপের খরচ পড়ে এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ