Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাসে বৃদ্ধকে গলাকেটে হত্যার চেষ্টা

| প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী বাসে বৃদ্ধকে গলাকেটে হত্যার চেষ্টা করেছে এক যুবক। অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, গত সোমবার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সদর ইউনিয়নের চরহোসেনপুর এলাকায় টাঙ্গাইল থেকে কিশোরগঞ্জগামী অতিথি পরিবহনের বাসে আবদুল হাই ভ‚ঁইয়া নামের এক বৃদ্ধকে বেøড দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে শহিদুল ইসলাম নামের এক যুবক। আবদুল হাই ভ‚ঁইয়া উপজেলার বড়জোড়া গ্রামের বাসিন্দা এবং যুবক শহিদুল ইসলাম রাজীবপুর ইউনিয়নের স্বল্প চরপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে। বৃদ্ধ হারুয়া ও যুবক মাইজবাগ যাওয়ার জন্য বাসটিতে উঠে। কিন্তু বাসে উঠার সময় বৃদ্ধের সাথে যুবকের ধাক্কা লাগে। এতে বৃদ্ধ ক্ষুব্ধ হয়ে যুবককে একটি থাপ্পড় দেয়। কথাকাটাকাটির একপর্যায়ে যুবকটি সাথে থাকা বেøড দিয়ে বৃদ্ধের গলা কেটে দেয়। ওই অবস্থায় স্থানীয়রা যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। বৃদ্ধকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বৃদ্ধের ছেলে শাহাব উদ্দিন বাদী হয়ে সোমবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেছেন। গতকাল মঙ্গলবার সকালে আটককৃত যুবককে আদালতে পাঠানো হয়। ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম বলেন, যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার আটক যুবককে আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ