Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থ আত্মসাতের মামলায় অডিটর গ্রেফতাার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভুয়া প্রভিডেন্ট ফান্ড দেখিয়ে প্রায় সাড়ে ১৭ লাখ টাকা আত্মসাতের মামলায় রাজবাড়ী উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. শামসুল হককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল হকের নেতৃত্বে একটি দল ফরিদপুর শহর থেকে আসামিকে গ্রেফতার করে। রাজবাড়ী উপজেলার অডিটর শামসুল হক ভুয়া প্রভিডেন্টে ফান্ড দেখিয়ে সরকারি তহবিল থেকে ১৭ লাখ ৩৮ হাজার টাকা আত্মসাৎ করেন। এ অভিযোগে চলতি বছরের ১৭ জুলাই দুদক মামলা দায়ের করে। বর্তমানে মামলার তদন্ত এগিয়ে চলছে।
মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা: প্রায় ৪১ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সোনার কারবারি এস কে মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। দুদক সূত্রে জানা যায়, সোনার কারবারি এস কে মোহাম্মদ আলীর ৪০ কোটি ৯১ লাখ ৮১ হাজার ৩৭৫ টাকার গোপনকৃত ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সন্ধান পায় দুদক। পরে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ