Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বন্দর শ্রমিকদের দাবি পূরণে সহযোগিতার আশ্বাস মেয়র নাছিরের

| প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বন্দর শ্রমিকদের ঘামে ভেজা পরিশ্রম, নিষ্ঠা আর দক্ষতার ওপর ভর করে চট্টগ্রাম বন্দর বিশ্বে ৭১তম বন্দর হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। ২০১০ সালে বন্দর শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও পেশাগত সুযোগ-সুবিধা আদায়ে যে দাবি পূরণের অঙ্গীকার ছিল সুদীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা পূরণ করা হয়নি। বন্দরের ল্যাসিং, আনল্যাসিং, ডক শ্রমিকসহ সব শ্রমিকের পক্ষ থেকে উত্থাপিত ১৪ দফা দাবি আদায়ে বন্দর কর্তৃপক্ষ ও মালিক পক্ষকে সমন্বিত ও আন্তরিকভাবে দায়িত্ব নিতে হবে।
গতকাল (সোমবার) বন্দর থানাধীন নিমতলা বিমান চত্বরে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) সভায় উত্থাপিত সব দাবির প্রতি সমর্থন জানিয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন শ্রমিক নেতাদের উদ্দেশে বলেন, ১৪ দফা দাবি আদায়ের ব্যাপারে আপনারা ১৫ দিনের আল্টিমেটাম ঘোষণা করেছেন। আপনারা ধৈর্য্য ধরুন। এ সময়ের মধ্যে দাবি পূরণের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে বন্দর চেয়ারম্যান ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা করব। আপনাদের দাবি পূরণে আমি একাত্ম আছি।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে নৌমন্ত্রীর নির্দেশনা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী উইন্সম্যানদের বন্দরের শ্রম শাখায় অন্তর্ভুক্তি, কর্মক্ষেত্রে আঘাত পাওয়া শ্রমিক কর্মচারীদের চিকিৎসা সুবিধা ও চিকিৎসাকালীন দৈনিক জীবিকাভাতা প্রদান, গ্রæপ ইন্স্যুরেন্স বাস্তবায়ন, জেনারেল কার্গো বার্থের শ্রমিকদের জন্য টনেজ ভিত্তিতে মজুরি নির্ধারণ, দুই সেট করে গ্রীষ্ম, বর্ষা ও শীতকালীন পোশাক প্রদান ইত্যাদি
সংগঠনের সভাপতি মোহাম্মদ মীর নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শফর আলী। বক্তব্য রাখেন সিবিএ’র সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসান, মোঃ নুরুল আবছার, নুরুল আমিন ভূঁইয়া, দুলাল মিয়া, আইয়ুব দোভাষ, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস প্রমুখ।

 

 

 



 

Show all comments
  • md sakandar ২৫ এপ্রিল, ২০১৮, ৯:১১ এএম says : 0
    চট্টগ্রাম বনদর শ্রমিকদের ম্যানেজমেন্ট বোর্ট এসতগিত করায় ২০০৬ সালে এিপাকিক চুওি হয় এর পর অনেক চুওি হয় শ্রমিকের ভ্যাগের উননয়ন হয়নি ২০১৩ সালে বন্দর নিউজ লেটারে ঘোষনা করে শ্রমিকদের কল্যাণ মূলক কাযযাদি দেখা শুনার জ্যন বন্দর শ্রম শাখা অর্জিত ফসল ২৫/০৪/২০১৮ সালেও শ্রমিকরা এর কোন সুফল পায়নি শ্রমিকদের পতি দয়া করে সংবাদ প্রচার করে সরকার মহাদয়ের দৃষটি যেন পরে সকল শ্রমিরা চিরকৃগঙ থাকিব
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ