Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় ১০ রোহিঙ্গা আটক

| প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁ’র সীমান্তবর্তী উপজেলায় ২ মহিলা ও ৫ শিশুসহ ১০ জন রোহিঙ্গা সদস্যকে আটক করেছে ১৪ বিজিবি’র সদস্যরা। গতকাল সোমবার সকাল ৭টায় জেলার সাপাহার উপজেলায় খঞ্জনপুর সীমান্ত এলাকায় ইতস্তত অবস্থায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে ১৪ বিজিবি’র খঞ্জনপুর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৩জন পুরুষ, ২জন মহিলা এবং ৫ জন শিশু রয়েছে। এই ৫ জন শিশুর মধ্যে ৩জন কন্যা সন্তান এবং ২ জন পুত্র সন্তান। ১৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খিজির খান আটকের ঘটনা নিশ্চিত করে বলেছেন এই রোহিঙ্গারা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিল নাকি ভারত থেকে তাদের পুশ ইন করা হয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে আটক রোহিঙ্গাদের এখন পর্যন্ত ১৪ বিজিবি’র খঞ্জনপুর ক্যাম্পে রাখা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ