বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাথরঘাটা (বরগুনা) উপজেলা সংবাদদাতা : ধর্ষণ ও হত্যার অভিযোগে বরগুনার পাথরঘাটায় ৪ ছাত্রলীগ নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই কলেজের নৈশ প্রহরী জাহাঙ্গীরকে গত শুক্রবার রাতে ডিবি পুলিশ আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার এবং রোববার ১২ নভেম্বর পর্যাক্রমে ৪ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- কলেজ ছাত্রলীগ সভাপতি রুহি আনান দানিয়াল (২২), সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্ট (২১), সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রায়হান (২০), উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো.মাহমুদ (১৯) এবং নৈশপ্রহরী জাহাঙ্গীর হেসেন (৪৪)।
গত ১০ আগষ্ট পাথরঘাটা ডিগ্রি কলেজের পশ্চিম পার্শ্বের একটি পুকুর থেকে অজ্ঞাত এক তরুণীর গলিত লাশ উদ্ধার করে পাথরঘাটা থানা পুলিশ। ধর্ষণ পূর্বক ওই হত্যাকান্ডের ঘটনাটির সাথে জড়িতদের খুজে বের করতে ডিবিপুলিশ বিভিন্নভাবে অনুসন্ধান চালাতে থাকে।
গত ১০ নভেম্বর শুক্রবার রাতে ডিবি পুলিশ প্রথমে ওই কলেজের নৈশ প্রহরী জাহাঙ্গীরকে আটক করে। ১১ নভেম্বর শনিবার জাহাঙ্গীরকে পুলিশ হাজির করে পাথরঘাটা ম্যাজিস্ট্রেট কোর্টে। আদালতে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেন। এরপরে পুলিশের হাতে আটক হয় ছাত্রলীগ নেতা মাহমুদ ও মাহিদুল ইসলাম রায়হান। তাদেরকে ১২ নভেম্বর রোববার বিকালে পাথরঘাটা আদালতে হাজির করা হয়। এই দুই ছাত্রনেতার স্বীকারোক্তি অনুযায়ী তৃতীয় দফায় গ্রেফতার করা হয় পাথরঘাটা কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রুহি আনান দানিয়াল ও সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্টকে। পুলিশ ওই হতভাগ্য তরুণীর পরিচয় এখনও নিশ্চত করতে পারেনি। ম্যাজিস্ট্রেট কোর্টে দেয়া স্বীকারোক্তিতে রায়হান ও মাহমুদ হত্যা এবং লাশ গুম করার ঘটনায় জড়িত থাকার কথা বলেছে বলে সাংবাদিকদের জানিয়েছে পুলিশ।
বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. জুবায়ের আদনান অনিক জানান, গ্রেফতারের পর ওই চার নেতাকে নিয়ে রোববার রাতে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে বরগুনা জেলা ছাত্রলীগের। পরে রাতেই তাদের দল থেকে বহিষ্কারের সুপারিশ পত্র কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে পাঠানো হয়। কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের দল থেকে সাময়িক বহিষ্কার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।