Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক অসহায় মায়ের ভরণ পোষণের হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সাবেক পিজি হাসপাতালে চিকিৎসক মরহুম প্রফেসর ডা. শেখ আবদুস সোবহানের স্ত্রী সাফাত আরা সোবহানে ভরণ- পোষণের ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের ডিজিকে (মহাপরিচালক) এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য বলা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুলসহ এ আদেশ দেন। রুলে সাফাত আরা সোবহানের জীবন ও সম্পত্তির অধিকার রক্ষায় কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়েছেন আদালত। একইসঙ্গে অপর রুলে অসহায় মানুষদের জন্য আলাদা বিভাগ সৃষ্টি করার জন্য কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চান আদালত।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ এবং তার সঙ্গে ছিলেন রিপন বাড়ৈ। রাষ্ট্রপক্ষে সহকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
অসহায় বৃদ্ধাকে নিয়ে রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, স¤প্রতি এক দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে জনস্বার্থে ওই রিট দায়ের করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আদালত রুলসহ এসব আদেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ