Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীর ৩ কেন্দ্রে ৩ পরীক্ষার্থী, দায়িত্বে ৩৬ জন

| প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফুলবাড়ী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলতি জেএসসি পরীক্ষায় সোমবার অনুষ্ঠিত শারিরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের পরীক্ষায় তিনটি কেন্দ্রে তিনজন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এজন্য তিন কেন্দ্রে মোট ৩৬ জনকে দায়িত্ব পালন করতে হয়েছে। কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, ফুলবাড়ী জছি মিঞা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী আব্দুর রব, রোল নম্বর-৬০৮৯৩২। সে রাবাইতারী এসবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী হাফিজুর ইসলাম রোল নম্বর- ৬১০০৬৬। সে মিয়াপাড়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। অন্যদিকে মিয়াপাড়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী রওশন আরা আক্তার রোল নম্বর- ৬১০৮২৬। সে উপজেলার পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। কেন্দ্র প্রতি দায়িত্ব পালনকারীরা হলেন, সরকারী কর্মকর্তা ১ জন,কেন্দ্র সচিব ১ জন, সহকারী কেন্দ্র সচিব ১ জন, হলসুপার ২ জন, কক্ষ পরিদর্শক ২ জন, অফিস সহকারী ১ জন, অফিস সহযোগী ২ জন, পুলিশ সদস্য ২ জনসহ মোট ১২ জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম জানান, ৩ কেন্দ্রে ৩ পরীক্ষার্থী অংশ নিলেও পরীক্ষা গ্রহনের প্রস্তুতি, আয়োজন শতভাগ করা হয়েছে। ওই ৩ পরীক্ষার্থী গত বছর পরীক্ষায় অনুপস্থিত ছিল। এ বছরের নিয়ম অনুযায়ী নিয়মিত শিক্ষার্থীদের ওই বিষয়ের পরীক্ষা সংশ্লিষ্ট বিষয় শিক্ষকই গ্রহন করে কেন্দ্রে ফলাফল জমা দিয়েছেন। তাই গত বছরের নিয়ম অনুযায়ী অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। তাদের ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষাতেও এভাবেই অংশ নিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ