বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দ্বিতীয়বারের মত মোবাইল অপারেটর রবি’র উদ্যোগে ‘রবি ক্যারিয়ার কার্নিভাল-২০১৭’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (সোমবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে কার্নিভালের উদ্বোধন করেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ইলেক্ট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ। এতে চুয়েটের বিভিন্ন বিভাগের বিদায়ী ৩শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রিক্রুটমেন্ট টেস্ট থেকে বাছাইকৃতদের একাংশকে রবি’তে চাকরির সুযোগ থাকবে। এ উপলক্ষে আয়োজিত এনগেজমেন্ট সেশনে চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বর্তমান সময়টা গেøাবালাইজেশনের। এখানে সবাইকে তুমুল প্রতিযোগিতা করে টিকে থাকতে হয়। নিজের জ্ঞান ও দক্ষতা দিয়েই নিজের অবস্থান তৈরি করে নিতে হয়। অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের হাতে রবি’র মার্কেটিং অপারেশনের ক্লাস্টার ডিরেক্টর নাজির আহমেদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের স্বাক্ষর সম্বলিত একটি ক্রিকেট ব্যাট তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র ট্যালেন্ট এন্ড ডেভেলপমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট মোঃ জাবেদ পারভেজ, ডিজিটাল সার্ভিস এন্ড আইওটি’র ম্যানেজার মোঃ আবদুল হাদী ভূঁইয়া প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।