প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও শিল্পপতি অনন্ত জলিল বেশ কয়েক মাস ধরে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করেছেন। তাবলিগ জামাত থেকে শুরু করে দেশের বাইরে সাংস্কৃতিক অনুষ্ঠানে পর্যন্ত তিনি ইসলামের বিভিন্ন শান্তির বাণী নিয়ে হাজির হচ্ছেন। তার জীবনাচারেও আমূল পরিবর্তন এসেছে। মানুষের কাছে ইসলামের সঠিক পথ ও বাণী পৌঁছে দেয়ার কাজ করে চলেছেন। একজন নায়ক হয়ে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা ও তা মানুষের কাছে পৌঁছে দেয়া নিয়ে শুরুতে কেউ কেউ ভ্রু কুঁচকালেও, অনন্ত তা উপেক্ষা করেই স্বীয় পথে অটল রয়েছেন। অনেক সমালোচনা ধৈর্য্যরে সাথে সয়ে তার যুক্তিযুক্ত জবাবও দিয়েছেন। এতে তাকে নিয়ে যারা সমালোচনা করতো, এখন তারাই তার ভক্তে পরিণত হয়েছে। বলা যায়, তিনি তার লক্ষ্য ও উদ্দেশ পূরণে সাফল্যের পথে রয়েছেন। এক্ষেত্রে তার জনপ্রিয়তাও বাড়ছে। যেখানেই ইসলামের বাণী প্রচার করার জন্য হাজির হচ্ছেন, সেখানেই ব্যাপক জনসমাগম হচ্ছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। সবাই ভেবে ছিল অনন্ত নায়ক রূপেই মঞ্চে উঠে নাচ-গান করবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি ইসলামী পোশাকে মঞ্চে উঠে উপস্থিত শত শত দর্শককে ইসলামের বিধি-বিধান মেনে চলা এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের আহ্বান জানান। বিশ্বের কোনো তারকার এ ধরনের আহ্বান, এটাই প্রথম। এর আগে কোনো তারকাকে এভাবে আহ্বান জানাতে দেখা যায়নি। অনন্ত বলেন, সব ধর্মই শান্তি ও সঠিক জীবনযাপনের কথা বলে। ইসলাম শান্তির ধর্ম। একজন মুসলমান হিসেবে আমি আমার কর্তব্য পালন করছি। হ্যাঁ, এ কথা সত্য, একজন নায়ক হিসেবে মানুষ আমাকে চেনে এবং অনেক ভক্ত ও দর্শক সৃষ্টি হয়েছে। আমার কাছে মনে হয়েছে, ইসলামের সেবা এবং এর শান্তির বাণী মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্যই হয়তো আল্লাহ আমাকে নায়ক বানিয়েছেন, যাতে অনেক বেশি মানুষের কাছে ইসলামের কথা প্রচার করতে পারি। আল্লাহ আমাকে যে সুযোগ দিয়েছেন, আমি তা উপলব্ধি করে মানুষকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করার কাজ করে যাচ্ছি। আমার এ কাজ অব্যাহত থাকবে। এদিকে আগামী ১৭ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে অনুষ্ঠিতব্য এক ওয়াজ-মাহফিলে প্রধান অতিথি হিসেবে অনন্তকে নির্বাচন করা হয়েছে। ওয়াজ মাহফিলের পোস্টারে তার নাম উল্লেখ করে প্রচারও করা হচ্ছে। পোস্টারে লেখা হয়েছে, আদাবর ১৭বি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক বিশাল ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এম. এ জলিল অনন্ত। প্র্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুফতি হাবিবুর রহমান মিজবাহ। বিশেষ বক্তা সৈয়দ মুফতি উসামা ইসলাম সহ আরো অনেকে। এ ব্যাপারে অনন্ত বলেন, প্রধান অতিথি করার ক্ষেত্রে আমি আপত্তি করেছিলাম। কারণ এখানে অনেক জ্ঞানী-গুণী মুফতিরা উপস্থিত থাকবেন। তাদের কাউকে প্রধান অতিথি করার জন্য বলেছিলাম। আয়োজকরা তা মনেনি। তারা বলেছেন, আপনার যে ভক্ত এবং সাধারণ মুসল্লিরা মাহফিলে উপস্থিত হবেন আপনাকে দেখে তারা ইসলামের প্রতি আরও অনুরক্ত হবেন। আপনার কথা তারা মনোযোগ দিয়ে শুনবেন। মুফতিগণ তো বলবেনই। তবে আপনি উপস্থিত হয়ে কিছু কথা বললে, সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন, তেমনি অনুপ্রাণিতও হবেন। তারপরও আমি আপত্তি করেছিলাম। তারা তাদের সিদ্ধান্তে অটল থাকেন। তবে আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে, তারা আমাকে ইসলামের কিছু কথা বলার সুযোগ দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।