Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ ডি এ তায়েবের জন্মদিন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আজ জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েবের জন্মদিন। জন্মদিনটি তিনি তার পরিবার ও সহকর্মীদের নিয়ে পালন করবেন বলে জানা গেছে। ডি এ তায়েব পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা হয়েও গত দেড় দশকের বেশি সময় ধরে মিডিয়ায় কাজ করে চলেছেন। অভিনয়, পরিচালনা এবং নাট্যকার হিসেবে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছেন। চলচ্চিত্রেও সমানভাবে কাজ করে যাচ্ছেন। তার মুক্তিপ্রাপ্ত সিনেমা সোনাবন্ধু সম্প্রতি মুক্তি পায়। এছাড়া নতুন আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করতে চুক্তিবদ্ধ হয়েছেন। চলচ্চিত্র তিনটি হচ্ছে কাঙ্গাল, পথের মানুষ ও দরদী। ডি এ তায়েব একজন সমাজসেবক হিসেবেও সুনাম অর্জন করেছেন। টাঙ্গাইলে নিজ এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন। এছাড়া অসহায় শিল্পীদের পাশে থাকার জন্য শিল্পী ঐক্য জোট গঠন করেছেন। সংগঠনটির সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। বিভিন্ন জেলায় সংগঠনটির শাখা রয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক নাট্যপরিচালক জি এম সৈকত জানান, সংগঠনের পক্ষ থেকে আমাদের সভাপতির জন্মদিন পালন করা হবে। ৪৪ টি জেলায় শিল্পী ঐক্য জোটের মাধ্যমে একযোগে কেক কাটা হবে। গুণী এই অভিনেতার জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ