Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাহিদ হাসানের ধারাবাহিক সেন্টিমেন্টাল সেলিম

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:০৮ এএম, ১৫ নভেম্বর, ২০১৭

ছেলে হিসেবে সেলিম খুব ভালো। ব্যক্তিজীবনে আবেগী। কথায় কথায় রেগে যাওয়া তার অভ্যাস। আবার সে রাগের জন্য অনুশোচনায়ও ভোগেন। কিন্তু তার এ সেন্টিমেন্টোল স্বভাব পাল্টাতে পারেন না। এ কারণে পরিবার, প্রেমিকা থেকে শুরু করে সবাই তার উপড় মহা বিরক্ত। সেলিমের সেন্টিমেন্টাল যে সব সময় বিরক্তির কারণ, তা নয় । এজন্য অনেকে উপকৃতও হয়। সেলিম সবার উপকার করতে চায়। কিন্তু মাঝে মাঝে সেটা হিতে বিপরীত হয়। তার এ বিপরীত কর্মকান্ড নিয়েই সেন্টিমেন্টাল সেলিম। এমন কাহিনী নিয়ে আরিটভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক সেন্টিমেন্টাল সেলিম। হামেদ হোসেন নোমান ও মেজবাহ উদ্দীন সুমন-এর রচনা এবং জাহিদ হাসানের পরিচালনায় নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। প্রচার হচ্ছে শুক্র, শনি ও রবিবার রাত ৯ টা ১০ মিনিটে। নাটকে আরও অভিনয় করেছেন তানজিকা, সাজু খাদেম,নাফিসা কামাল ঝুমুর, আরফান, মনসুর আলী, ফেরদৌসী আহমেদ লিনা, নদীসহ, তাসনুভা এলভিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ