রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎ মিটারের সংযোগ দেয়াকে কেন্দ্র করে ঝগড়ার জেরে রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের ডিবিএল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী মাইন উদ্দিনের পুত্র জাকির হোসেন বাদী হয়ে তেলিহাটি গ্রাম আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, একই ইউনিয়নের আবদার গ্রামের নাজিম উদ্দিন ফকিরের ছেলে নাছির উদ্দিন ফকিরের সাথে বিদ্যুতের মিটার সংযোগ নেয়াকে কেন্দ্র করে বিরোধ চলছিল। পূর্ব বিরোধের আক্রোশে নাসির ফকির তার বাড়ি সংলগ্ন সরকারি রাস্তা জবরদখল করে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। অভিযুক্ত নাসির উদ্দিন ফকির জানান, আমি রাস্তা দখল করিনি, আমার ভোগদখলীয় জমিতে বাঁশ দিয়ে বেড়া দিয়েছি। এ ব্যাপারে তেলিহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার জানান, রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।