রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজশাহী ব্যুরো : নগরীর হেতেমখা মহল্লায় বিশিষ্ট সমাজসেবী ডা: জুবাইদা খাতুনের বাড়ি ভেঙে রাস্তা করার প্রতিবাদ জানিয়েছে তার পরিবার ও আশেপাশের বাসিন্দারা। রাস্তা প্রশস্ত করনের নামে স্রেফ ব্যক্তিস্বার্থ রক্ষার জন্য এমন রাস্তা তৈরি শুরু হচ্ছে বলে গতকাল এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়। ডা: জুবাইদা খাতুনের কন্যা ও জুবাইদা নাসিং ইনস্টিটিউটের পরিচালক নেহরাজ মাহমুদ লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, সিটি করপোরেশনের একজন কর্মচারীর স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে এমন কর্মকান্ড শুরু হয়েছে। এতে করে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হবেন প্রকৌশল বিভাগের ওই কর্মচারী। যিনি গলির মধ্যে পাঁচতলা বিলাস বহুল বাড়ি তৈরি করে এখন বড় রাস্তার নামে এমন হীন তৎপরতায় লিপ্ত হয়েছেন। যার রোষানলে পড়ে জুবাইদা খাতুন নাসিং ইনস্টিটিউট ভেঙে এবং আশেপাশের বহু মানুষের ঘরবাড়ি উচ্ছেদ করে ব্যক্তিবিশেষের জন্য রাস্তা নির্মাণ কখনো গ্রহণযোগ্য হতে পারে না। অবিলম্বে এমন হীন তৎপরতা বন্ধের দাবি জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।