রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফেনী জেলা সংবাদদাতা : বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহŸানে সাড়া দেশের মতো ফেনীতেও সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রদানের লক্ষে এক দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছে ফেনী পৌরসভাসহ জেলার পাঁচটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
গতকাল সোমবার সকালে ফেনী পৌরসভা প্রাঙ্গণে অবস্থান কর্মসূচিতে বসে কর্মকর্তা-কর্মচারীরা। সকাল থেকে বিকেল পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতির কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফেনী পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফেনী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আবুল হোসেন।
ফেনী পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও ফেনী পৌরসভার আদায়কারী (বাজার) সুজিত কুমার আচার্যেরে পরিচালনায় কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী।
ফেনী পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি তার বক্তব্যে বলেন, সারাদেশে ৩২৮টি পৌরসভায় প্রায় ৩২ হাজার ৫০০ কর্মকর্তা-কর্মচারী রয়েছে। তারা সরকারিভাবে বেতন-ভাতা ও পেনশন না পেলেও পৌরসভার আদায়কৃত করসহ বিভিন্ন অর্থ সরকারি তহবিলে জমা হয়। পৌর তহবিলে অর্থ না থাকায় অনেক পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। তারা সরকারের কাছে বেতন-ভাতা ও পেনশনের দাবির পাশিাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও ফেনী পৌরসভার সচিব লোকমান হোসেন ভ‚ঞা, ফেনী জেলা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আজিজুল হকসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী।
গফরগাঁওয়ে গর্ত থেকে অস্ত্র উদ্ধার
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।