Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে ৩ জনকে কুপিয়ে জখম

| প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন একই পরিবারের তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কৃঞ্চননগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মঞ্জুরুল আলম জানান, একই এলাকার জাহিদুল, সিরাজ, রহিম, নাজমুল, সুজন, হৃদয়, মনসুরের সঙ্গে মঞ্জুরুল আলমের দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজনসহ অজ্ঞাত ২/৩ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে মঞ্জুরুল আলমের মাছের খামারে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। গালিগালাজ করতে নিষেধ করলে প্রতিপক্ষের লোকজন মঞ্জুরুল আলমকে কুপিয়ে গুরুতর জখম করেন। মঞ্জুরুল আলমের চিৎকার শুনে বড় ভাই মিজানুর রহমান ও মামাতো ভাই পলাশ বাচাঁতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদেরকেও দা দিয়ে কুপিয়ে জখম করেন। এ পর্যায়ে হামলাকারীরা মাছের খামারের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকার ক্ষতিসাধন করেন। এসময় প্রতিপক্ষের লোকজন পলাশের অফিসিয়াল ব্যাগে থাকা ২ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
ছেলের বিরুদ্ধে পিতা-মাতার মামলা
রূপগঞ্জে এক মদ্যপ ছেলের অত্যাচার সইতে না পেরে খোঁদ পিতা মাতা মামলা দায়ের করেছেন থানায়। আর তাকে ধরিয়ে দিতে পুলিশকে সহযোগীতা করছেন তারা। ঘটনাটি ঘঠেছে গত সোমবার সকালে উপজেলার তারাব পৌরসভার মোগরাকুল এলাকায়। ভুক্তভোগী পিতা সৈয়দ মুছলেহ উদ্দিন জানান, তার ছেলে সৈয়দ আলী নেওয়াজ ওরফে রাসেল দীর্ঘদিন যাবৎ মদ্যপ হয়ে সংসারে নানা অশান্তির সৃষ্টি করছে। স্থানীয় মাতাব্বরদের জানালো সে অরো ক্ষিপ্ত হয়ে তাকে ও (তার স্ত্রী) ছেলের মাকে বটি দিয়ে কোপাতে আসে। এভাবে একাধিকবার পিতা মাতা উভয়কে পিটিয়েছেও কুলাঙ্গার রাসেল। অবশেষে ছেলেকে বশে আনতে না পারায় আইনের আশ্রয় নিয়েছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ