Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে কবিরাজের যাবজ্জীবন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চিকিৎসার নামে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে ফুল মিয়া (৪৮) নামে এক প্রতারককে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল (রোববার) চট্টগ্রামের দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোতাহির আলী এই রায় দেন। দন্ডিত কবিরাজ ফুল মিয়া কুমিল্লার মুরাদনগরের মৃত দুধ মিয়ার ছেলে। নগরীর বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকায় ছিল তার আস্তানা। ঘটনার পর গ্রেফতার হলেও ফুল মিয়া হাইকোর্ট থেকে জামিনে বেরিয়ে পালিয়ে যান। বিশেষ পিপি এম এ নাসের জানান, ২০০৮ সালের জানুয়ারিতে এক শিশুকে নিয়ে তার পরিবার ফুল মিয়ার শরণাপন্ন হয়। তাবিজ-কবজের মাধ্যমে চিকিৎসার জন্য শিশুটিকে ধর্ষণ করতে হবে, এমন প্রস্তাব দেন ভন্ড ফুল মিয়া। এক পর্যায়ে শিশুটিকে ধর্ষণ করে। ওই বছরের ২২ জানুয়ারি ফুল মিয়ার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ