Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অলি-আউলিয়ার মাধ্যমেই এদেশে ইসলাম এসেছে পীর ছাহেব, ফান্দাউক দরবার

| প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

হাদিয়ে বাঙ্গাল হযরত মাওলানা উছমান গনি খাঁন মুছাপুরী (রহ.) এর ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন
ফান্দাউক দরবার থেকে কে এম শামছুল হক আল মামুন : বি-বাড়িয়া জেলাধীন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবারের পীর ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর আলহাজ্ব মাওলানা মুফতি শাহসূফী সৈয়দ সালেহ আহমাদ মামুন আল হোসাইনী বলেছেন, তরিকতের কঠোর সাধনার মাধ্যমে অলি-আউলিয়ারা এদেশে ইসলাম এনেছেন। এদেশে কোনো নবী রাসূলের আবির্ভাব বা আগমনের কোন ইতিহাস খুঁজে পাওয়া যায়নি। তাই অলি-আউলিয়ার পথ অনুসরণ ও অনুকরণের কোন বিকল্প নেই। আউলিয়ায়ে ক্বেরাম যুগ যুগ ধরে পথভোলা ও দিশেহারা মানুষকে আল্লাহ ও তার রাসূলের পথে আনার জন্য কঠোর পরিশ্রম ও সাধনা করে গেছেন।তিনি বলেন, বর্তমান ফেতনা ফাসাদের যুগে হক্ক দরবার ও হক্কানী পীর মাশায়েখের প্রয়োজনীয়তা অপরিসীম। সত্যবাদীদের সঙ্গী হতে হবে, সত্যবাদী ও তওবাকারীকে আল্লাহ ভালবাসেন। মানুষের নৈতিক চরিত্রে পরিবর্তন আনতে হলে সত্যবাদীদের সংঘ লাভ করতে হবে। তিনি আরও বলেন, সর্বোত্তম সুন্নাত হচ্ছে উম্মতে মোহাম্মদির জন্য নাজাতের দোয়া করা। মানুষের নৈতিক চরিত্র নষ্টের কারণে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আমাদের নৈতিক চরিত্র সংশোধন করতে হবে। লোক দেখানো ইবাদত বন্দেগী ও দান খয়রাত কোনটিই আল্লাহর নিকট কবুল হবে না। অহঙ্কার ধ্বংসের মূল। হিংসা বিদ্ধেষ ও তাকাব্বরি থেকে সকলকে বিরত থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে রাসূলের অনুসরণ করতে হবে। হালাল খাদ্য খেতে হবে। হালাল খাদ্য ছাড়া কোন ইবাদত-বন্দেগী আল্লাহর নিকট কবুল হবে না।তিনি গত বৃহস্পতিবার নোয়াখালী জেলাধীন কোম্পানিগঞ্জ হাদিয়ে বাঙ্গাল মাওলানা শাহ সূফী উছমান গনি খাঁন মুছাপুরী (রহ.) এর ইছালে ছাওয়াব উপলক্ষে কথাগুলো বলেন। ইছালে ছাওয়াব ও মাজার জিয়ারত উপলক্ষে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবারের পক্ষ থেকে পীর ছাহেবের নেতৃত্বে ও পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দীন আহমাদ আল-হোসাইনীর সার্বিক তত্বাবাধানে এবং পীরজাদা সৈয়দ আবু বকর সিদ্দিক আল হোসাইনী ও সৈয়দ বাকের মস্তোফা আল হোসাইনী’র পরিচালনায় বাস বহরে প্রায় কয়েক হাজার ভক্ত মুরিদান নিয়ে ইছালে ছাওয়াব মাহফিলে যোগদান করেন। মাহফিলে ওয়াজ করেন, মাওলানা কামাল উদ্দিন আনসারী, আলহাজ্ব মাওঃ হাফেজ আব্দুর রহমান, মাওঃ গাজী আব্বাস উদ্দিন, মাওঃ হুমায়ূন কবির প্রমুখ। পরে বাদ ফজর মুসলিম বিশ্বের ঐক্য, সমৃদ্ধি ও শন্তি কামনা করে আল্লাহর নিকট মুনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ