বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : বাঁশখালীতে এমপি-বিরোধী মনোনয়ন প্রত্যাশী এক আওয়ামী লীগ নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ করা হয়েছে। গতকাল (রোববার) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী তার প্রতিদ্ব›দ্বী মনোনয়ন প্রত্যাশী আবদুল্লাহ কবির লিটনের উপর হামলায় মদদ দিয়েছেন বলে অভিযোগ করা হয়। ঘটনার চারদিন পর হামলায় আহতদের নিয়ে সংবাদ সম্মেলন করেন লিটন।
সংবাদ সম্মেলনে আবদুল্লাহ কবির লিটন জানান, সংসদ সদস্যের চাচা রশিদ আহমদ ও পিএস তাজুল ইসলাম তাকে হত্যাচেষ্টায় নেতৃত্ব দিয়েছেন। তিনি সংসদ সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। লিটন বলেন, এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাড়ির কাছেই এ হামলার ঘটনা ঘটেছে। এসময় তার অনুসারী নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে তাকে রক্ষা করেন। হামলার পর সশস্ত্র সন্ত্রাসীরা মোস্তাফিজুর রহমানের বাড়ির দিকে চলে যেতে দেখা গেছে।
সংবাদ সম্মেলনে আবদুল্লাহ কবির লিটনের উত্থাপিত অভিযোগের মধ্যে রয়েছে: এমপির অবৈধ প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি নির্বাচন কর্মকর্তাকে মারধর, টিআর ও সরকারি প্রকল্প থেকে পিএস তাজুলের মাধ্যমে লাগামহীন অর্থলুট করছেন। এছাড়া ভুয়া প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতসহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের ত্যাগীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে অন্য দলের লোককে মনোনয়ন দিয়েছেন। সংবাদ সম্মেলনে লিটন তার উপর হামলায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কমিটিও বাতিলের দাবি জানান। আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বাঁশখালী পৌর সদরের অদূরে সরল ইউনিয়নের পাইরাং এলাকায় আওয়ামী লীগের দু’পক্ষে রক্তক্ষয়ী সংঘাতে ২৩ জন আহত হয়। সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এবং মনোনয়ন প্রত্যাশী আবদুল্লাহ কবির লিটনের অনুসারীদের মধ্যে এ সংঘাতের ঘটনা ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।