Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আটাব নির্বাচনে ঐক্য ফ্রন্ট পূর্ণ প্যানেলে বিজয়ী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০১৭-১৯ দ্বি-বার্ষিক নির্বাচনে গত দুবার নেতৃত্ব দেয়া এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুবের নেতৃত্বাধীন আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট কার্যনির্বাহী কমিটিতে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। তবে ঢাকা জোনাল কমিটিতে আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ ১৫টির মধ্যে ১৩টি পদে বিজয়ী হয়েছে। এছাড়া সিলেটে ৬টির মধ্যে ৪টি সচেতন পরিষদ ও ২টি ঐক্য ফ্রন্ট এবং চট্টগ্রামে ঐক্য ফ্রন্ট ৬টি পদের সব কটিতে বিজয়ী হয়েছে।
গত শনিবার ঢাকায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে কার্যনির্বাহী কমিটি ও ঢাকা অঞ্চল এবং স্থানীয় কেন্দ্রে সিলেট ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কার্যনির্বাহী কমিটির ২৯টি পদের সবকটিতে ঐক্য ফ্রন্ট বিজয়ী হয়েছে। নির্বাচিতরা হলেন, এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুব (৭৬৭), আসলাম খান (৭৬৭), জিন্নুর আহমেদ চৌধুরী দিপু (৭৬১), মোহাম্মদ ওয়াহিদুল আলম (৭৫৬), সায়েম এম হাসান (৭৪৩), মোহাম্মদ আব্দুল হামিদ (৭৪২), আব্দুস সালাম আরেফ (৭৪১), শাহীদুল ইসলাম চৌধুরী (৭৪১), আব্দুল জব্বার (৭৪০), নুরুল আলম শাহীন (৭৩৭), মোহাম্মদ আবু জাফর (৭৩৭), আলহাজ শরিয়ত উল্ল্যাহ শহীদ (৭৩৭), মোহাম্মদ জিয়াউর রহমান খান রেজওয়ান (৭৩৩), আলহাজ এমদাদ উল্লাহ (৭২৯), গিয়াস উদ্দিন আহমেদ আমজাদ (৭২৫), আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া (৭২১), হাফিজ গোলাম রাব্বানী (৭২১), এইচ এম মুজিবুল হক শুক্কুর (৭২০), কাজী মো: নজরুল ইসলাম সুমন (৭১৪), এইচ বি এম শোয়েব রহমান (৭১৪), এফ এম রফিকুল ইসলাম (৭১৩), মো: জুনায়েদ আলী (৭০৯), মনসুর আলম পারভেজ (৭০৮), আলহাজ ফরিদ আহমেদ (৭০৫), রোটারিয়ান দেওয়ান রুশো চৌধুরী (৭০৪), শাহাদৎ ফিরোজ শিকদার (৭০২), নির্মল চন্দ্র বৈরাগী (৬৯৯), ড. সাঈয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী (৬৯২) ও মোহাম্মদ জালাল উদ্দিন (৬৮০)।
ঢাকা অঞ্চলের নির্বাচিতদের মধ্যে সচেতন পরিষদের মোহাম্মদ মঞ্জিল হোসাইন (৬০১), কামাল উদ্দিন দিলু (৫৮৩), মাওলানা সালেহ সিদ্দিকী (৫৭৮), আমিনুল ইসলাম শামীম (৫৭৭), মুফতি তোফায়েল আহমেদ (৫৭৬), মহিদুল ইসলাম (৫৭২), বাহার আলম মজুমদার (৫৬৯), এস এম মহিউদ্দিন (৫৬৯), লায়ন শাহ মোহাম্মদ ইয়াসিন (৫৬৭), শহিদুল ইসলাম খাঁন (৫৬৩), সালমান বিন রশিদ শাহ সায়েম (৫৬১), কে এম বশীর উদ্দিন (৫৫৭) ও সাইফুল ইসলাম (৫৫৫) এবং ঐক্য ফ্রন্টের মাওলানা শাহাদাত হোসাইন (৫৫৯) ও ফজলুল হক (৫৫৬)।
সিলেট অঞ্চলে নির্বাজিতদের মধ্যে সচেতন পরিষদের মাহমুদ আহমদ চৌধুরী, মো: সাহাব উদ্দিন, আব্দুল কাশেম আহমেদ ও মোহাম্মদ লুৎফর রহমান মোহন এবং ঐক্য ফ্রন্টের খন্দকার ইসরার আহমেদ রকি ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
চট্টগ্রাম অঞ্চলে নির্বাচিতরা হলেন, ঐক্য ফ্রন্টের হাজী আরশাদ আহমদ, মুহাম্মদ আবু তাহের, মোহাম্মদ ওসমান গণি, সাফওয়াত সোলায়মান, সনজীব দে ও আবু বক্কর তালুকদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ