Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অব্যাহতির ৬ বছর পর স্কুলে যোগদান বেতন পাচ্ছেন না শিক্ষক-কর্মচারী

| প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

উজিরপুর উপজেলা সংবাদদাতা : অব্যাহতির ৬ বছর পরে ফের একই কর্মস্থলে যোগদানের অভিযোগ রয়েছে উপজেলার গাববাড়ী গ্রামের সরকারী কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় এর প্রদান শিক্ষক মোঃ শাহজাহান শিকদার ওরফে সেলিমের বিরুদ্ধে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির একাধিক শিক্ষক জানান, ২০০৮ সালের ১৮ অক্টোবর পারিবারিক সমস্যার জন্য স্ব-হস্তে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির হাতে অব্যহতি পত্র জমা দেন শাহজাহান সিকদার সেলিম। বিদ্যালয় ম্যানেজিং কমিটি অব্যহতি পত্র গ্রহণ করে রেজুলেশনের মাধ্যমে উপজেলা ও জেলা শিক্ষা প্রাথমিক অফিসে প্রেরণ করেন। এরপর তিনি দীর্ঘ ছয় বছর অন্য পেশায় কাজ করেন। ২০১৩ সালে সকল কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করনের জন্য ঘোষনা করেন সরকার। এর পর ২০১৪ সালের ১০ অক্টোবর শাহজাহান শিকদার স্কুলে এসে একই পদে যোগদান করেন। অভিযোগ রয়েছে, উপজেলা শিক্ষা অফিসের এক কর্মকর্তাকে ম্যানেজ করে তিনি যোগদানের সুযোগ পান। প্রাথমিক শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক প্রেরিত জাতীয়করণ প্রথম চূড়ান্ত তালিকা ক, খ, গ, ঘ ছকে তার নাম নাই। জটিলতার কারনে বিদ্যালয়টির সকল শিক্ষকদের বেতন ও ভাতা বন্ধ রয়েছে। কিন্তু এলাকায় তার প্রভাবের কারণে অন্য শিক্ষকরা কিছু বলতে পারছে না। আর এজন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘœ ঘটছে। জানতে চাইলে শাহজাহান শিকদার সেলিম বলেন, উপজেলা শিক্ষা অফিসের এক কর্মকর্তা বলেছেন, দীর্ঘদিন আমি অনুপস্থিত থাকলেও আমার নাম বাদ যায়নি। তাই ফের যোগদান করেছি। সকল শিক্ষকদের বেতন বন্ধ থাকা প্রসঙ্গে তিনি বলেন, আমার কারনে এটা হলে হতেও পারে। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা কিছুই বলছেন না। স্থানীয়রা স্কুলটির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ