Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

| প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দৈনিক ইনকিলাবে ১১ নভেম্বর প্রকাশিত ‘রাবি ও রুয়েটে ইয়াবা চক্র তালিকায় ৭ শিক্ষক, দুই ছাত্রী ও ১৪ নেতাকর্মী’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী। তিনি এক প্রতিবাদ লিপিতে বলেন, ‘প্রকাশিত সংবাদে ইয়াবা চক্রের সদস্য হিসেবে আমার নাম উল্লেখ করা হয়েছে। ইহা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে একটি বিশেষ প্রতিবেদনের সূত্র ধরে সংবাদটি প্রকাশ করা হয়েছে, সেই প্রতিবেদনে ইয়াবা চক্রের সদস্য হিসেবে ৬ নম্বরে মো. আবুল হাসনাত, সহযোগী অধ্যাপক, আইবিএ হিসেবে একজনের নাম অন্তর্ভুক্ত রয়েছে। ইনকিলাবে প্রকাশিত সংবাদটিতে তা উল্লেখ না করে উক্ত নামকে আমার নাম হিসাবে প্রকাশ করা হয়েছে। মূলত আমি অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী বিগত প্রায় ৬ বছর যাবত অধ্যাপক হিসেবে কর্মরত আছি। কাজেই আমি দ্বর্থ্যহীনভাবে বলতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই রিপোর্টের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ