Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে কাভার্ডভ্যানের ভেতর থেকে চালকের গলাকাটা লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে মালবাহী কাভার্ডভ্যানের ভেতর থেকে বজলু বয়াতী (৪২) নামে ওই গাড়ীর চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (রোববার) সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া নতুন রাস্তারমোড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ।
দক্ষিন কেরানীগঞ্জ থানার এস আই বাহাজ উদ্দিন জানান, কাভার্ডভ্যানটি কয়েকদিন ধরে ওই রাস্তার মোড়ে পড়ে ছিল। সকালে গাড়ীর ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ‘লালন শাহ ট্রান্সপোর্ট’ নামের কাভার্ডভ্যানটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় এবং কাউকে খুঁজে না পেয়ে তালা ভেঙ্গে ভেতরে তল্লাশী চালায়। এসময় গাড়ীর ভেতর থেকে লাল শার্ট ও খাকি রংয়ের ফুল প্যান্ট পরা অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করে। গলাকেটে ও মাথার পেছনের অংশে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে। নিহতের প্যান্টের পকেটে থাকা কাগজপত্র ঘেটে বিভিন্ন মোবাইল নম্বরে যোগাযোগ করলে নিহতের বড় ভাই সোহরাব বয়াতী খুলনা থেকে হাসপাতাল মর্গে এসে বজলু বয়াতীর লাশ সনাক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ