বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজারে পরিবেশ দূষণরোধে অবৈধ অ্যালুমিনিয়াম কারখানা বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় ইউপি সদস্য শাহআলম ফকির স্বাক্ষরিত অবেদন পত্রটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দেয়া হয়েছে। জানা গেছে, আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা, মানিকপুর ও চালাকচরের চকে গড়ে উঠেছে একটি অ্যালুমিনিয়াম তৈরীর কারখানা। কারখানাটির কারনে নস্ট হচ্ছে ফসলি জমি। সেই সাথে পুরো এলাকার পরিবশে দূষিত হচ্ছে। কারখানায় কাজ করার সময় আশে-পাশে লোকজন চলাফেরা করতে পারেনা। অনেকে অসুস্থ হয়ে পড়েছে। কারখানাটি স্থাপিত হওয়ার পর স্থানীয় লোকজন বাধা দিয়ে আসছে। তাতে কোন কর্নপাত করছেন না মালিক পক্ষ। এতে বাধ্য হয়ে এলাকাবাসী আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারক লিপি প্রদান করেন। অভিযোগে বলা হয়েছে, কড়ইতলা গ্রামের দক্ষিণ পূর্বপাশ্বে ফেরীঘাট রোড সংলগ্ন চালাকচর গ্রামের পশ্চিম পাশে পরিবেশ ও বায়ু-দূষণকারী অ্যালুমিনিয়াম কারখানার বিষাক্ত কালো ধোয়ায় কড়ইতলা ও শরিফপুরের লোকজন অসুস্থতাসহ বিভিন্ন ঝুকিঁর মধ্যে রয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খান বলেন, পরিবেশ অধিদপ্তরের লোকজনের সাথে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।