Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিমানবাহিনী প্রধানের তুরস্ক গমন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার সস্ত্রীক তিনজন সফরসঙ্গীসহ ৫ দিনের এক সরকারী সফরে গতকাল রোববার তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কের প্রতিরক্ষা সচিব ইসমাইল দেমির, সশস্ত্র বাহিনীর প্রধান হুলুসি আকার ও বিমান বাহিনী প্রধান হাসান সহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণের সাথে পারস্পরিক স¦ার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় এবং পেশাগত বিষয়ে আলোচনা করবেন। এছাড়াও তিনি ঐদেশের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশ বিমান বাহিনীর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ