রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফেনী জেলা সংবাদদাতা : ফেনীতে সড়ক ও জনপথ বিভগের ওয়ার্কচার্জড কর্মচারীদের উদ্যোগে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে এ মানববন্ধন আয়োজন করেন সওজ কর্মচারীরা।
এসময় তারা বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সওজের দুই হাজার ৬৬৭ জন কর্মচারীর চাকরি নিয়মিত সংস্থাপনে আনয়নের নির্দেশ দিলেও তা কার্যকর হচ্ছে না। সওজ কর্মচারীরা অবিলম্বে তাদের কেন্দ্র ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়ন করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ওয়ার্কচার্জড তালিকার বাছাইকৃত দুই হাজার ৬৬৭ জন, নিয়মিত ও অবশিষ্ট চারহাজার ৩৯২ জন কর্মচারীকে কনভার্টেড রেগুলারের আওতায় আনারও দাবি জানান। মানববন্ধনে ফেনী সওজ কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মশিউর রহমান, সম্পাদক মো. নিজাম উদ্দীন, আবদুল হালিম, কামাল উদ্দীন, মঞ্জুরুল মুহাইমিন, ইসরাফিল ও নূরনবীসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।