Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমন উৎপাদন ও বোরো আবাদ ব্যাহতের শঙ্কা

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে পানিবদ্ধতা

| প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর থেকে বি এম হান্নান : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আমন ক্ষেতে ব্যাপকভাবে পোকার আক্রমণে কৃষক দিশেহারা হয়ে পড়েছে। রোগবালাই নাশক ওষুধ প্রয়োগ করেও প্রতিকার না হওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষক। চলতি আমন মৌসুমে ১৯ হাজার ১৫০ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণ করা হয়। মৌসুমের শুরুতেই দু’ দফা বন্যায় কৃষকের ফসলহানিসহ ব্যাপক ক্ষতি সাধিত হয়। এরপরও ক্ষতিগ্রস্ত কৃষক জীবন বাঁচানোর তাগিদে ঋণ করে বিভিন্ন এলাকা থেকে আমন ধানের চারা সংগ্রহ করে রোপণ করেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিচর্যা করে পূর্ণাঙ্গ ফসলি ক্ষেতে পরিণত করেন। কিন্তু প্রাকৃতিক বৈরী আবহাওয়ার কারণে আমন ক্ষেতে খোলপচা, পাতা পোড়া, পাতা মোড়ানো ও কারেন পোকা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। নিমিষেই তা ছড়িয়ে পড়ে ব্যাপক আকার ধারণ করে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানায়, যেসব ক্ষেতে পোকার আক্রমণ হয়েছে সেসব ধান ক্ষেত দূর থেকে দেখলে মনে হয় ধানের শীষ বের না হতেই গাছের পাতা শুকিয়ে যায়। আবার কিছু ধান ক্ষেত ধান বের হওয়ার পর এ রোগ আক্রমণ করায় শীষের ধান চিটা হচ্ছে। উপজেলার গঙ্গাচড়া সদর ইউনিয়নের নবনী দাস গ্রামের কৃষক আমজাদ হোসেন, গঙ্গাচড়া উত্তরপাড়া গ্রামের নুর ইসলাম ও গান্নার পাড় এলাকার শাওন মিয়া জানান, আমন ক্ষেতে পোকার আক্রমণ দেখা দেয়ায় কীটনাশক ব্যবহার করেও সুফল পাইনি। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, কিছু এলাকার আমন ক্ষেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে গিয়ে আমন ক্ষেতে ওষুধ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ