Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যতিক্রমী উদ্যোগ স্টেশনের প্ল্যাটফর্মে পড়ছে ছিন্নমূল শিশুরা

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ৯:৩৮ পিএম, ১২ নভেম্বর, ২০১৭

সিলেট অফিস : সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকের আশায় না থেকেও তরুণদের নেয়া ছোট ছোট কিছু ব্যক্তি উদ্যোগ প্রতিনিয়ত আলো ছড়াচ্ছে সমাজের নানা অংশে। যে আলোয় আলোকিত হচ্ছে সমাজের অনগ্রসর আর পিছিয়ে থাকা জনগোষ্ঠী। এমনই এক গল্প সিলেটের শিক্ষার্থী রুমা আক্তারের। ব্যক্তি উদ্যোগে যিনি রেলওয়ে স্টেশনের ছিন্নমূল শিশুদের দিচ্ছেন শিক্ষার আলো। স্টেশনের প্ল্যাটফর্মে পড়ছে ছিন্নমূল শিশুরা।
বছর দুয়েক আগেও যারা রেললাইন বা বস্তির আশেপাশে ছন্নছাড়া জীবন যাপন করত-তারাই আজ বই হাতে, সুশৃঙ্খল পথে। সমাজের অনালোকিত এই জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো জ্বালতে, কারো ভরসায় না থেকে ইচ্ছাপূরণ সামাজিক সংগঠনের ব্যানারে উদ্যোমী এই তরুণী সিলেটের রুমা আক্তার। আইন বিষয়ে স্নাতক শেষ করা রুমা ২০১৫ থেকে নিবিড় চেষ্টায় নেশা আর অপরাধের জগত ছেড়ে আসা অভাবী শিশুদের শেখাচ্ছেন বর্ণের ছন্দ। ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়ে তারুণ্যের প্ল্যাটফর্ম ‘ইয়ং বাংলার ইয়্যুথ অ্যাওয়ার্ড পেয়েছে এই সংগঠনটি। শীর্ষ ৩০ জনের তালিকায় ঠাঁই পায়।
রুমা জানান, ব্যতিক্রমী এমন উদ্যোগগুলোকে স্বীকৃতি দিয়ে আরো এগিয়ে নিতে গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর প্ল্যাটফর্ম ‘ইয়ং বাংলা’ থেকে দেয়া হচ্ছে নীতিগত সহায়তা। সিআরআই এর নীতিনির্ধারকদের মতে, স্বেচ্ছাসেবী এই আন্দোলন সূচনা করবে নতুন দিনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ