Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুপচাঁচিয়ায় মোটরসাইকেল চোর আটক

| প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলার জলঙ্গী গ্রামে গতকাল ভোরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় স্থানীয় জনগণ জাহাঙ্গীর আলম (২৫) নামের এক যুবককে আটক করেছে। জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঁঝিড়া গ্রামের রেজাউল ফকিরের ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ঘটনার দিন গত শনিবার রাতে কোন এক সময় পাশর্^বর্তী জিয়ানগর ইউনিয়নের জলঙ্গী গ্রামে যান। ওই গ্রামের মোদন মোহনের বাড়ির বারান্দার গ্রীলের তালা কৌশলে খুলে ভেতরে প্রবেশ করে।
বারান্দায় রক্ষিত বাজার্জ ১০০ সিসি লাল রঙয়ের মোটরসাইকেল (বগুড়া হ-১৩-৬০৩০) নিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় ভোরে স্থানীয় মোস্তফাপুর বাজারে টহলরত পুলিশ ও জনগণের সন্দেহ হয়। তারা মোটরসাইকেলটিসহ ওই যুবককে আটক করে। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে না পারায় সন্দেহ হয়। এক পর্যায়ে সে মোটরসাইকেলটি চুরি করার কথা স্বীকার করে। পরে তাকে মোটর সাইকেলসহ আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মোটরসাইকেলের মালিক ওই জলঙ্গী গ্রামের মৃত আজেন্দ্র নাথের ছেলে মোদন মোহন বাদী হয়ে থানায় মামলা করেছে। থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে ইনকিলাবকে জানান, আটককৃত চোর জাহাঙ্গীর আলমকে গতকাল রোববার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ