বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের সিংড়ায় পরীক্ষা দিতে আসার পথে অটোবাইক উল্টে শাওন (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
শাওন উপজেলার লালোর ইউনিয়নের ডাকমন্ডব গ্রামের জয়েন উদ্দিনের ছেলে এবং একই ইউনিয়নের হামিরঘোষ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
জানা যায়, পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে উপজেলার লালোর ইউনিয়নের ডাকমন্ডব গ্রাম থেকে অটোবাইকযোগে সিংড়ায় কেন্দ্রে আসার পথে শেরকোল ইউনিয়নের গোপেন্দ্রনগর এলাকায় অটোবাইক উল্টে রাস্তার পাশে নদীতে ডুবে যায়। এসময় সহপাঠীরা তীরে উঠে আসতে সক্ষম হলেও শাওন উঠে আসতে পারেনি।
পরে স্থানীয়দের সহযোগিতায় শাওনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেনেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শাওনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।