Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধান বিচারপতির পদত্যাগের দিনটি বিচার বিভাগের জন্য কালো অধ্যায় : জয়নুল আবেদীন

পদত্যাগপত্র নিয়ে সন্দেহ বার সমিতির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের দিনটি বিচার বিভাগের জন্য একটি কালো অধ্যায় হিসেবে অভিহিত করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। একই সঙ্গে পদত্যাগপত্রটি প্রধান বিচারপতি লিখেছেন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার বিকাল সোয়া পাঁচটার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সমিতির সভাপতির কক্ষে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন বার সমিতির সভাপতি জয়নুল আবেদীন।
প্রেসিডেন্টের প্রধান বিচারপতির পদত্যাগপত্র পাঠানোর কথা গণমাধ্যমে জানতে পেরেছেন উল্লেখ করে জয়নুল আবেদীন বলেন, উনি ( প্রেসিডেন্ট) পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এখন প্রধান বিচারপতির পদ শুন্য রয়েছে। প্রধান বিচারপতির পদ শুন্য থাকতে পারে না।
নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেয়ার পর আগামী দিনে বিচার বিভাগ কীভাবে চলবে তা বুঝতে পারবেন বলে জানান সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই নেতা। তিনি আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট তার প্রজ্ঞা ও বিবেক দিয়ে প্রধান বিচারপতি নিয়োগ দেবেন।
প্রধান বিচারপতির পদত্যাগের বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে। জয়নুল আবেদীন বলেন, প্রধান বিচারপতির পদত্যাগের বিষয়টি নজিরবিহীন। তিনি আদৌ পদত্যাগপত্র লিখেছেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। উনি সিঙ্গাপুরে থেকে কীভাবে প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র পাঠালেন তা জনগণের জানার অধিকার রয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, আইনমন্ত্রী গতকাল বলেছিলেন ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠালে তা গ্রহণ করা হবে না। ওনার (প্রধান বিচারপতি) কোনো ছুটি বৃদ্ধি করা হয়নি। সকাল বেলায়ও জানলাম তিনি পদত্যাগপত্র দেননি। দুপুরে জানলাম পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে এসেছে। এর আগে শুনেছি উনি কানাডা চলে গেছেন। তাহলে উনি কীভাবে পদত্যাগপত্র দিলেন?



 

Show all comments
  • Imteaz Ikram ১২ নভেম্বর, ২০১৭, ১:২০ পিএম says : 0
    ধন্যবাদ স্যার
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান বিচারপতি

২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ