পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
২৭০ রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ
যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাতিয়াদ্বীপ সরকারী কলেজ ময়দানে আয়োজিত জনসভায় যাবার সময় মিছিলের উপর সন্ত্রাসীদের হামলায় হাতিয়া থানার ওসি ও তিন সিপাহীসহ অর্ধশতাধিক আহত হয়েছে। পরিস্থিতি নিয়েন্ত্রনে আনতে পুলিশ ২৫০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ ও ২০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাতিয়াদ্বীপ সরকারী কলেজ ময়দানে জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আয়েশা ফেরদৌস। জনসভা উপলক্ষে হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগ নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে সমাবেশস্থলে সমবেত হতে থাকে। বিকাল ৪টার দিকে ওছখালী প্রধান সড়কের উত্তর পার্শ্বে জনৈক এডভোকেট সাইফুলের বাসভবনের ছাদ থেকে মিছিলের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে হাতিয়া থানার ওসি ও তিন সিপাহীসহ অর্ধশতাধিক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২৫০ রাউন্ড ফাঁকা গুলীবর্ষন ও ২০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। হামলায় আহত ১০জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে হাতিয়াদ্বীপ সরকারী কলেজ ময়দানে হাতিয়া উপজেলা যুবলীগ আহবায়ক শাহ মিরাজের সভাপতিত্ব্ েজনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এমপি আয়েশা ফেরদৌস বলেন, যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় আসার সময় মিছিলের উপর সন্ত্রাসীরা ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। আমি এর তীব্র নিন্দা জানিয়ে পূণরায় বলতে চাই। শান্তির দ্বীপ হাতিয়ায় সন্ত্রাসীদের ঠাঁই নাই।
এদিকে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক বিরাট সমাবেশ যুবলীগ আহবায়ক ইকবাল করিম তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরী। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি প্রিন্সিপাল খায়রুল আনম সেলিম, আওয়ামী লীগ নেতা আবু তাহের, নোয়াখালী পৌর মেয়র সহিদ উল্লা খাঁন সোহেল, আবদুল মমিন বিএসসি ও আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।