Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যখন ‘জয় বাংলা’ বলা যেত না চট্টগ্রাম থেকে মুক্তিযুদ্ধের বিজয় মেলার পথ চলা শুরু হয়-মহিউদ্দিন চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা বাঙালি সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য ধারণের সবচেয়ে বড় অবলম্বন। যখন ‘জয় বাংলা’ বলা যেত না চট্টগ্রাম থেকে মুক্তিযুদ্ধের বিজয় মেলার পথ চলা তখন শুরু হয়। এ মেলা আজ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বিস্তৃত।
গতকাল (শনিবার) নগরীর এমএ আজিজ স্টেডিয়ামস্থ মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কার্যালয়ে মেলার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বিজয় মেলা প্রতিকূলতা ও কঠিনেরে জয় করার অদম্য শক্তিতে বলীয়ান হয়ে প্রতি বছর বাঙালিকে শাণিত করে। মুক্তিযুদ্ধের বিজয় মেলা এবার ২৯ বছরে পদার্পণ করল।
মহিউদ্দিন চৌধুরী বলেন, আকাশ সংস্কৃতির বিরূপ প্রভাব, তথ্য প্রযুক্তির অপব্যবহার, সাইবার ক্রাইম ও ইয়াবা আগ্রাসন তরুণ সমাজকে বিপথগামী করছে। বিজয় মেলা এ তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে অঙ্গীকারবদ্ধ। মানবিক গুণাবলির বিকাশ ঘটানোর জন্য তাদেরকে মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত করা হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে উজ্জীবিত করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো দালিলিক ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করার মধ্যে দিয়ে এবারের বিজয় মেলা আয়োজনে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব পান্টু লাল সাহার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, ফরিদ মাহমুদ, তপন বড়–য়া, হাবিবুর রহমান তারেক, এইচ এম ফজলে রাব্বী সুজন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ