Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

নবীর (সা.) অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

টিটু রায় কর্তৃক ফেসবুকে মহানবী হযরত মুহাম্মাদ (সা.)কে কটূক্তির প্রতিবাদে রংপুরের শলেয়াশা এলাকায় মুসল্লিদের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলি বর্ষণ, ২ জন মুসল্লি নিহত ও বহু আহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর অবমাননাকরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের অবহেলার কারণে ধর্মপ্রাণ জনতা যখন বিক্ষোভে ফেটে পরেছে তখন পুলিশের নির্বিচার গুলি বর্ষণের ঘটনা কোনভাবেই গ্রহনযোগ্য নয়। আল্লাহ, রাসুল (সা.) ও ইসলামের অবমাননা কারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহন করতে হবে। ফেসবুকে মহানবী হযরত মুহাম্মাদ (সা.)কে কটূক্তি, মুসল্লিদের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলি বর্ষণ, হতাহত ও সংখ্যালঘু পরিবারের বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এ বিষয়ে দায়ী প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ