Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কর বাহাদুর পরিবার পদক-এ ভূষিত হাসান ইমাম পরিবার

অভি মঈনুদ্দীন ঃ | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অর্থমন্ত্রলালয়ের অধীনস্থ ‘জাতীয় রাজস্ব বোর্ড’ চলতি বছর থেকে প্রবর্তন করেছে ‘কর বাহাদুর পরিবার পদক’। দীর্ঘ সময় ধরে যেসব পরিবার নিয়মিত আয়কর প্রদান করে আসছেন তাদেরকেই ‘জাতীয় রাজস্ব বোর্ড’ থেকে এই পদক প্রদান করা হয়েছে। গত বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত কর ভবনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত পুরস্কারপ্রাপ্তদের মধ্যে এই পদক বিতরণ করেন। রাজধানী থেকে ষোলটি পরিবার, চট্টগ্রাম থেকে আটটি পরিবার এবং দেশের অন্যান্য জেলা থেকে একটি করে পরিবারকে এই পদকে ভূষিত করা হয়েছে। বাংলাদেশের সংস্কৃতিক অঙ্গন থেকে শুধুমাত্র সৈয়দ হাসান ইমাম পরিবারই ‘কর বাহাদুর পরিবার পদক’-এ ভূষিত হলেন। বিগত ৫০ বছর যাবত নিয়মিত সৈয়দ হাসান ইমাম, ৪৫ বছর ধরে তার স্ত্রী লায়লা হাসান এবং পরবর্তীতে তার মেয়ে সঙ্গীতা ইমাম নিয়মিত আয়কর প্রদান করে আসছেন। দীর্ঘ সময় ধরে আয়কর প্রদানের রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বীকিৃতস্বরূপ সৈয়দ হাসান ইমাম পরিবার ‘কর বাহাদুর পরিবার পদক’-এ ভূষিত হলেন। সৈয়দ হাসান ইমাম বলেন,‘ খুবই ভালোলাগছে যে অভিনয়ের বাইরে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের জন্য এমন সম্মাননা পেলাম। আমি এবং আমার পরিবারের সবাই এই পদক পেয়ে ভীষণ খুশি হয়েছি। আগামীতে যথারীতি নিয়মিত আয়কর প্রদান করবে আমার পরিবার। জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাদেরকে এমন পদকে ভূষিত করার জন্য।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ