Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজী শুভর নতুন মিউজিক ভিডিও সুন্দরী

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

এফডিসিতে বিশাল সেট নির্মাণ করে নির্মিত হয়েছে সঙ্গীত শিল্পী কাজী শুভর নতুন মিউজিক ভিডিও সুন্দরী। ভিজুয়্যালাইজারের ব্যানারে নির্মিত হয়েছে গানের ভিডিওটি। গানটিতে পারফর্ম করেছেন অভিনেত্রী মুমতাহিনা টয়া। তার সঙ্গে গানটিতে কাজী শুভকেও পারফর্ম করতে দেখা যাবে। রবিউল ইসলামের জীবনের কথায় গানটির সুর ও মিউজিক করেছেন কাজী শুভ নিজে। কাজী শুভ বলেন, সুন্দরী গানটিতে শ্রোতা দর্শকরা নতুন এক কাজী শুভকে খুঁজে পাবেন। একেবারে ভিন্ন ধারার গান এটি। গানের সঙ্গে মিল রেখে জাঁকজমকপূর্ণ ভিডিও তৈরি করা হয়েছে। আশা করি, গানটি দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। সেইসঙ্গে ভিডিওটিও প্রশংসিত হবে। এতে পারফর্ম করা প্রসঙ্গে টয়া বলেন, কিছু কিছু কাজ রয়েছে যেগুলো শুরুতেই বলা যায় কতটা দর্শকপ্রিয়তা পাবে। এ গানটি তেমন একটি গান। আমার ক্যারিয়ারের অন্যতম ভালো কাজ এটি। গানটির সঙ্গে পারফরম করে দারুণ লেগেছে। যে কোন উৎসবে বাজানোর মতো একটি গান। ভিডিও নির্মাণে অ্যারেঞ্জের দিক থেকে কোন অংশে কম ছিল না। গানের পাশাপাশি ভিডিওটি অসাধারণ হয়েছে। এখন দর্শক শ্রোতারা যে ধরনের গান ও ভিডিও চান এটি সে চাহিদা পূরণ করতে পারবে বলে আমার বিশ্বাস। ম্যাক্স ব্যাগ প্রেজেন্টস গানটি শিগগিরই এসএ প্রডাকশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ