Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈধ কাগজ ছাড়া শূটিং করার অভিযোগে চার ভারতীয় আটক

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে শূটিং করার কারণে ভারতীয় চার কলাকুশলীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুরে রায়হান রাফির নির্মাণাধীন পোড়ামন টু সিনেমার শূটিং সেটে কর্মরত অবস্থায় তাহিরপুর থানা পুলিশ সেখানে উপস্থিত হন। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভারতের কলকাতার নৃত্য পরিচালক বাবা যাদবসহ চারজনকে আটক করে পুলিশ। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ সরকারের নিয়ম না মেনে শূটিং করার অভিযোগে ভারতীয় নৃত্য পরিচালক বাবা যাদবসহ চারজনকে আমরা শূটিং সেট থেকে আটক করেছি। তারা আমাদের এখানে রয়েছেন। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তিনি জানান, বাবা যাদব একটি সিনেমার কাজে এসে অন্য আরেকটি সিনেমায় কাজ করছিলেন। এ সময় তার বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে অভিনয় করেছেন নবাগত পূজা ও সিয়াম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ