Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একজন আপাদমস্তক অভিনেতা বিনয় ভদ্র

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তির সুযোগ হয়েছিলো। কিন্তু সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এলে টিএসসিতে নাটকের পরিবেশ তাকে মুগ্ধ করে এবং তখনই সিদ্ধান্ত নেন ঢাকা বিশ্ববিদ্যালয়েই পড়বেন। সুযোগ হলো সংস্কৃত বিভাগে ভর্তি হবার। রসায়ন বাদ দিয়ে বিনয় ভদ্র ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পড়াশুনার পাশাপাশি ১৯৮৪ সালে তিনি ম. হামিদের নাটকের দল ‘নাট্যচক্র’তে যোগ দেন। এই দলের হয়ে তিনি মঞ্চে ‘চকসার্কেল’,‘লেট দেয়ার বি লাইট’, ‘হায়েনা’, ‘প্রতীক্ষার প্রহর’,‘ভদ্দরনোক’ নাটকে অভিনয় করেন। টেলিভিশনে তাকে অভিনয়ে প্রথম দেখা যায় ম. হামিদের প্রযোজনায় ‘আমি নই’ নাটকে। ধারাবাহিক নাটকে তাকে প্রথম দেখা যায় ফাল্গুনী হামিদেও নির্দেশনায় ‘মন হারাবার দিন’ নাটকে। ১৯৮৯ সালে তিনি বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন। শুধু টিভি নাটক বা মঞ্চেই নয় চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। আমজাদ হোসেনের নির্দেশনায় তিনি প্রথম ‘প্রাণের মানুষ’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর আরও অনেক সিনেমায় অভিনয় করেন। বর্তমানে বিনয় ভদ্র ব্যস্ত আছেন কায়সার আহমেদ’র ‘মহাগুরু’, মীর সাব্বিরের ‘নোয়াশাল’ এবং সঞ্জিত সরকারের ‘মজনু একজন পাগল নহে’ ধারাবাহিকের কাজ নিয়ে। নিজের পেশা নিয়ে যথেষ্ট সন্তুষ্ট বিনয় ভদ্র। তিনি বলেন, ‘অভিনয়ই আমার ভালো লাগে। যে কারণে অভিনয়ের বাইরে অন্য কোন কাজ নিয়ে কখনো ভাবিনি। দীর্ঘদিন ধরে এই পেশায় থেকে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। পেয়েছি সহকর্মীদের অকৃত্রিম ভালোবাসাও। তাই আজীবন অভিনয়ই করে যেতে চাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ