Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ প্রকল্প ভারতীয় ঋণে

| প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নজির হোসেন নজু, সৈয়দপুর (নীলফামারী) থেকে : নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক আর্ন্তজাতিক বিমানবন্দরে উন্নীতকরনের কাজ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক সহযোগীতা ও সম্পর্ক জোরদার করতে স¤প্রতি ঢাকায় তৃতীয় ধাপ চুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রকল্পে ভারত সরকার সহজ শর্তে ঋণ দেবে।
সূত্রে জানা যায়, ওই স্বাক্ষরিত চুক্তির আওতায় দেশে ১৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে সহজ শর্তে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে ভারত। যা বাংলাদেশী মুদ্রায় ৩৬ হাজার কোটি টাকা। লাইন অব ক্রেডিটের আওতায় এ ঋণ দেবে ভারত। এ ঋণের আওতাভুক্ত ১৭টি প্রকল্পের মধ্যে সৈয়দপুর বিমানবন্দর উন্নতকরণ প্রকল্প রয়েছে। এ উন্নয়ন প্রকল্পে বড় অংকের টাকা ব্যয় করে বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। এর মধ্যে জমি অধিগ্রহন, রানওয়ে স¤প্রসারণ, সীমানা প্রাচীর নির্মাণ, টার্মিনাল ভবন আধুনিকীকরণসহ বেশ কিছু প্রকল্প অন্তরভূক্ত রয়েছে বলে জানা গেছে।
ঋণের শর্তের মধ্যে রয়েছে ভারতীয় ঠিকাদার এসব প্রকল্পের কাজ পাবেন এবং পূর্ত কাজ হলে ৬৫ ভাগ মালামাল ও সেবা ভারত থেকে সংগ্রহ করতে হবে। এর অন্যান্য ৩৫ ভাগ কাজ দেশীয় ঠিকাদার প্রতিষ্ঠান করতে পারবে।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহীন হোসেন জানান, বিমানবন্দর উন্নয়নের প্রস্তাবনা চুড়ান্ত অনুমোদনের পর ঋণের অর্থ ছাড় পাবে। এরপর শুরু হবে উন্নয়ন প্রকেল্পর কাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ