Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনারগাঁয়ে আইয়ুব আলী ফাউন্ডেশনের যাত্রা শুরু

| প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সোনারগাঁয়ের সাংসদ লিয়াকত হোসেন খোকার পিতা মরহুম আইয়ুব আলীর নামকরনে সোনারগাঁ উপজেলায় আইয়ুব আলী ফাউন্ডেশন নামে একটি ব্যতিক্রম ধর্মী ফাউন্ডেশনের যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে উপজেলার জেলা অডিটোরিয়ামে ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আইয়ুব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব নেছার আহম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল, পৌর মেয়র সাদেকুর রহমান, বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক, পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ ফ ম জাহিদ ইকবাল, শিক্ষানুরাগী আবু নাঈম ইকবাল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর জায়েদা আক্তার মনি প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ