Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈমামের ওপর হামলার প্রতিবাদে উলিপুরে মুসল্লিদের বিক্ষোভ

| প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : কুড়িগ্রামের উলিপুরে মসজিদের ভিতরে হামলা চালিয়ে ঈমামকে গুরুত্বর আহত করেছেন পৌর কাউন্সিলর পুত্র। হামলাকারী পালিয়ে যাওয়ার সময় মুসল্লিরা তাকে আটক করে পুলিশে সোর্পদ করেন। ঘটনাটি ঘটেছে পৌর শহরের প্রান কেন্দ্রে অবস্থিত মসজিদুল হুদা মসজিদের ভিতরে। এ ঘটনায় এলাকার মুসল্লিদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
মুসল্লি ও মামলা সূত্রে জানা যায়, শুক্রবার এশার নামাজের ইমামতী শেষ করে ঈমাম মোঃ আনছার আলী (৪০) মসজিদ থেকে বের হওয়ার সময় পূর্ব থেকে মুসল্লী বেশে অবস্থান করা উলিপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেমের পুত্র হিরা মিয়া (২২) মসজিদে ব্যবহৃত কাঠের সুতরা (কাঠের ফালা) দ্বারা তাকে পিছন থেকে মাথায় উপর্যুপরী আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যান। এ সময় মুসল্লিরা হামলাকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেন। পরে মুসল্লিরা গুরুত্বর আহত ঈমামকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনা ছড়িয়ে পড়লে উত্তেজিত মুসল্লিরা হামলাকারীর শাস্তির দাবিতে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে। মসজিদ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে রাতেই হামলাকারীর বিরুদ্ধে থানায় মামলা করেন। উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রফিকুল ইসলাম সরদার জানান, ঈমাম সাহেবের মাথায় আঘাত জনিত গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
উলিপুর থানার সেকেন্ড অফিসার নাসিরুল ইসলাম জানান, আটককৃত কাউন্সিলর পুত্রকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পৌরসভার জাইকা প্রকল্পের প্রকৌশলী রবিউল ইসলাম ও মোটর সাইকেল ম্যাকানিক্স হাফিজুর রহমানকে মারপিট করে আহত করার ঘটনায় তার বিরুদ্ধে পূর্বের দুইটি মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ