Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে কোটি টাকা দুর্নীতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

| প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়গঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জের পার্শ্ববতী ডেমরার মান্নান হাইস্কুল এন্ড কলেজের সভাপতি গোলাম মোর্শেদ অরুণের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে কোটি টাকা অর্থ আত্বসাতের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তবে তার বিরুদ্ধে অভিযোগ দেড় কোটি টাকার উপরে। শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ মিজানুর রহমানের যোগসাজসে তিনি এ অর্থ আত্বসাৎ করেছেন বলে জানা গেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানটির দাতা সদস্য খালেদ আহমেদ জানান, তার পিতা হাজী আব্দুল মান্নান মান্নান শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। ২০১১ইং সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গোলাম মোর্শেদ অরুন শিক্ষাপ্রতিষ্ঠানটির সভাপতি হন। এরপর অদ্যাবধি কোন নির্বাচন হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানটিতে ২ হাজারের বেশী শিক্ষার্থী রয়েছে। এছাড়া ৮০টি দোকান ভাড়া ও ফুটপাত বিপুল পরিমাণ অর্থ আয়ের ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের ভর্তি, বেতন, সেশন ফি, আদার চার্জ, দোকান ভাড়া, ফুটপাত ভাড়া থেকে বছরে ২ কোটি টাকারমত অর্থ আয় হয়। এসব অর্থ আদায়ে অনেক ক্ষেত্রে ভূয়া ভাউচার বানিয়ে অর্থ আত্বসাতের অসংখ্য প্রমাণ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটিতে মোট ৬০ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছে। এর মধ্যে ১৬ জন এম,পি,ও ভূক্ত ও কলেজ শাখায় ৫ জন নিয়মিত নিয়োগে রয়েছেন। বাকি সব শিক্ষিক-শিক্ষিকার কাছ থেকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত উৎকোচ নিয়ে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন গোলাম মোর্শেদ অরুণ। আর এদের বেশীর ভাগই অরুনের আত্বীয় স্বজন। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ৪০ জনের বেশী শিক্ষক প্রয়োজন নেই। প্রতিষ্টানটির কোটি কোটি টাকায় আয় থাকলেও বর্তমানে ২ মাস ধরে বেতন পাচ্ছেন না শিক্ষকরা। সাবেক অধ্যক্ষ মিজানুর রহমানের যোগসাজসে গোলাম মোর্শেদ অরুণ অনিয়ম ও দূর্নিতীর মাধ্যমে অদ্যাবধি এক কোটি ৫৭ লাখ ৩২ হাজার ৮ শত ৩৯ টাকা আত্বসাৎ করেছেন যা তথ্য প্রমাণসহ দুদকে বিচারের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ