Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতপুরে স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সংবাদ সম্মেলন

| প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্তে স্থলবন্দর বাস্তবায়নে দৌলতপুর স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় আল্লারদর্গায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দৌলতপুর স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খন্দকার আব্দুল্লাহেল বাকী। এসময় স্থানীয় সংসদ সদস্য পুত্র এমরান চৌধুরী কলিংসসহ দৌলতপুর স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, দৌলতপুর স্থলবন্দর বাস্তবায়ন কমিটির ১৩ জন সদস্য ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ভারত সফর করেন। বাংলাদেশের প্রাগপুর সীমান্তে স্থলবন্দর বাস্তবায়নের গ্রগণযোগ্যতা তুলে ধরে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর থানার বি,ডি,ও শ্রী সুরঞ্জিত সেন গুপ্ত, এমএলও শ্রীমতি মহুয়া মৈত্র, মুর্শিদাবাদ জেলার এমএলএ ফিরোজা বেগম, এমপি বদরুদ্দোজা খাঁন, প্রদেশ কংগ্রেস সভাপতি সংসদ সদস্য শ্রী অধির রঞ্জন চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাদের সাথে স্বাক্ষাত করেন এবং বাংলাদেশের প্রাগপুর সীমান্তে স্থলবন্দর নির্মিত হলে দুই দেশের সুযোগ সুবিধা বৃদ্ধি ও ব্যবসা বানিজ্যের প্রসারসহ স্থলবন্দরের গুরুত্ব তুলে ধরেন। একই সাথে বাংলাদেশের প্রাগপুর ও ভারতের নিউশিকারপুরে স্থলবন্দর হলে ঢাকা কোলকাতার দুরত্ব কমবে বলেও তাদের অবগত করান স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সভাপতি ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন মাষ্টার।উল্লেখ্য প্রাগপুর সীমান্তে স্থলবন্দরের বিষয়ে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী জাতীয় সংসদে উত্থাপন করে প্রধানমন্ত্রীসহ সকলকে অবগত করান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ