Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

নান্দাইল চন্ডীপাশা ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে সংবাদ প্রকাশের নিন্দা

| প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চন্ডীপাশা ইউনিয়নের ৩ বারে নির্বাচিত চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা মোঃ এমদাদুল হক ভূইয়ার বিরুদ্ধে দৈনিক মাতৃছায়া পত্রিকায় প্রকাশিত মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে নান্দাইল চৌরাস্তা শ্রমিক ইউনিয়ন অফিসে চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের সকল সদস্য-সদস্যাদের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মলনে ইউপি সদস্য মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য আব্দুল কাদিরের পরিচালনায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, পৌর মেয়র মোঃ রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন হাবিবুন ফাতেমা পপি। সংবাদ সম্মলনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক ভুইয়া তাঁর বিরুদ্ধে গত ৬ ও ৭ নভেম্বর ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মাতৃছায়া পত্রিকায় “নান্দাইলে বাবার হাতে মেয়ে খুনের নেপথ্যে চেয়ারম্যান” ও ৭ই নভেম্বর একই পত্রিকায় “মাতৃছায়ায় খবর প্রকাশ নান্দাইলে আলোচনার ঝড়” শীর্ষক দ’ুটি মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে যা মানহানিকর, কাল্পনিক, উদ্দেশ্য প্রণোদিত ও একটি কুচক্রী মহলের মাধ্যমে প্ররোচিত হয়ে এই সংবাদ প্রকাশ করা হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় সাংবাদিকরা প্রকৃত সংবাদ প্রকাশ করেছে। অথচ বেশ কিছুদিন পর উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মিথ্যা সংবাদ প্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নান্দাইলের সকল সাংবাদিক ভাইদের সহযোগীতা কামনা করেন। সংবাদ সম্মেলনে মামলার বাদী মোছাঃ জুবেদা খাতুন উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এবং বলেন প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা। উক্ত ঘটনার সাথে চন্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক ভূইয়ার কোন সর্ম্পৃক্ততা নেই। তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ