Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কেন্দ্রীয় কারাগারের অসুস্থ দুই বন্দি ঢামেকে মৃত্যু

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ৬:৩৩ পিএম | আপডেট : ৬:৩৪ পিএম, ১১ নভেম্বর, ২০১৭

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) দু’জন অসুস্থ বন্দি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, হাজতী গোলাম রাব্বানী বাচ্চু (৪৫) ও কয়েদী শামীম (৪৪)। গত শুক্রবার রাতে তাদের গুরুতর অসুস্থ অবস্থায় কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৩টায় বাচ্চু ও রাত পৌনে ৪টায় শামিমকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাজতী বাচ্চু লালবাগ আজিমপুর মোড় এলাকার মৃত আবুল হাসেম মিয়ার ছেলে এবং কয়েদী শামীম দোহার উপজেলার দক্ষিণ শিমুলিয়া গ্রামের শওকত আলী মোড়লের ছেলে। গতকাল শনিবার সকালে ঢামেক হাসপাতালের ডিউটিরত কারারক্ষী হানিফ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বাচ্চুর হাজতী নম্বর- ৪১৬৮৭/১৭। শামীম পারিবারিক মামলায় কারাগারে বন্দি ছিলো। তার কয়েদী নম্বর ১২৫৯/এ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গ থেকে কলেজ মর্গে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ