বিএনপি নেতা সাজুর তত্ত্বাবধানে বিজয় দিবস র্যালিতে বিপুল নেতাকর্মীর অংশগ্রহন
ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস
১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। আজ দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ২৩টি শর্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই সমাবেশের অনুমতি দিয়েছে। দীর্ঘদিন ধরে বাধার পর অবশেষে সমাবেশের অনুমতি দেওয়ায় তিনি সরকারকে ধন্যবাদ জানান। মহাসচিব বলেন, এই সমাবেশটি রাজনৈতিকসহ নানা কারনে গুরুত্বপূর্ণ। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সমাবেশে জনগণের উদ্দেশে বার্তা দিবেন।
এছাড়া সমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে ব্যাপক ধরপাকড় চলছে অভিযোগ করে ফখরুল বলেন, গতকালও মির্জা আব্বাসের বাসা থেকে ২৫ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করা হয়েছে। বিএনপি সমাবেশে বিশৃঙ্খলা করে এ জন্য অনুমতি দেয়া হয় না আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ওবায়দুল কাদের যে অভিযোগ করেছেন তা সর্বৈব মিথ্যা। বিএনপি নয়, আওয়ামীলীগ প্রতিদিন সমাবেশে বিশৃঙ্খলা করে, যা পত্রপত্রিকায় আসছে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, নিতাই রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।