Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন্ত্রীকে দেওয়া প্রতিশ্রæতির আংশিক পূরণ করল পুলিশ

| প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর সংসদ ভবনের সড়কে গতকাল যানবাহন চলাচল বন্ধ রেখেছিল পুলিশ। নভেম্বরের দ্বিতীয় শুক্রবার তিন ঘণ্টার জন্য রাজধানীর মানিক মিয়া এভিনিউ ব্যক্তিগত গাড়িমুক্ত রেখে অবশেষে মন্ত্রীকে দেওয়া প্রতিশ্রæতির আংশিক পূরণ করল পুলিশ।
গতকাল শুক্রবার সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার গুরুত্বপূর্ণ এই সড়কের আড়ং মোড় থেকে সংসদ ভবনের ফটক পর্যন্ত প্রায় ৩০০ মিটার রাস্তার একপাশে যান চলাচল বন্ধ রাখা হয়। যার বদলে অন্যপাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়।
ট্রাফিক পুলিশের মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী কমিশনার মো. শফিকুর রহমান বলেন, এই প্রথমবারের মত কয়েক ঘণ্টা মানিক মিয়া এভিনিউয়ে ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ রাখা হলো। এর ফলে কোনো যানজটের সৃষ্টি হয়নি।
প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর সংসদ ভবনের সামনে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস-২০১৭’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেন, রাজপথকে জনবান্ধব এবং নগরকে যানজট ও দূষণমুক্ত করতে প্রতি মাসের প্রথম শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ থাকবে।
এরপর অক্টোবরের প্রথম শুক্রবারই পুলিশ ব্যক্তিগত গাড়ি চলাচল নিষেধ লেখা ধাতব ব্যারিকেড বসিয়ে নির্দেশনা কার্যকরের প্রস্ততি নেয়। কিন্তু, সেদিন মেডিকেল ভর্তি পরীক্ষার কারণে তাদের সেই চেষ্টা বাস্তবায়ন করা যায়নি।
এরপর নভেম্বর প্রথম শুক্রবারও ওই সড়কে ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধের নোটিশ দেখা যায়। কিন্তু, সেদিনও মানিক মিয়া এভিনিউতে ব্যক্তিগত গাড়ি চলতে কোনো সমস্যা হয়নি। অবশেষে গতকাল দ্বিতীয় শুক্রবার তিন ঘণ্টা ওই সড়ক বন্ধ রেখে মন্ত্রীকে দেওয়া প্রতিশ্রæতি কিছুটা হলেও বাস্তবায়ন করল পুলিশ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ