Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

যৌতুক প্রথা মহামারি আকার ধারণ করেছে, সামাজিক আন্দোলেনের বিকল্প নেই -আল্লামা কাশেম নূরী

| প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : যৌতুক এক সময় ব্যাধিতে পরিণত হলেও এখন তা মহামারি আকার ধারণ করেছে। যা নৈতিক মূল্যবোধর অবক্ষয়কে দ্রæত নিম্মমুখি করে তুলছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে পরিবার-সমাজ ও রাষ্ট্রের। যৌতুক প্রথা ইসলামে নিষিদ্ধ এ অবস্থা থেকে উত্তরণে সরকার যে আইন করেছে তা সঠিকভাবে প্রয়োগ হচ্ছেনা। আইনের ফাঁক-ফোকর দিয়ে যৌতুক গ্রহন কারার সুযোগ নিচ্ছে ফলে যৌতুক সংক্রান্ত অপরাধ প্রবণতা ক্রমানয় বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় সরকারকে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলনের মাধ্যমে গণ সচেতনা সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌতুকের নেতিবাচক দিকগুলো নিয়ে সেমিনার-সিম্পোজিয়াম ও আলোচনার ব্যবস্থা নিতে হবে। গতকাল আনজুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে অনুষ্টিত ‘‘যৌতুকমুক্ত সমাজ প্রতিষ্ঠাই আমাদের করণীয়’’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সদস্য সচিব মুহাম্মদ আবদুল হাকিমের সঞ্জালনায় মুশরীখোলা দরবারের পীর সাহেব আল্লামা শাহ আহাসানুজ্জামানের উদ্বোধনী বক্তব্য এডভোকেট মোখতার আহমদ সিদ্দীকির সভাপতিত্বে প্রধান বক্তা সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী বলেন-২০১০ সাল থেকে শুরু হওয়া এ আন্দোলনের ফলে হাজার হাজার যুবক-যুবতী যৌতুকবিহীন বিবাহে আবদ্ধ হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন আমার এ আন্দোলন অব্যাহত থাকলে এবং সারাদেশে সামাজিক আন্দোলেন রূপ দিতে পারলে দেশ ও জাতি যৌতুকের ব্যধি থেকে মুক্ত হবে। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল। আলোচক ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ আবদুল অদুদ, ড. কুতুব উদ্দীন চৌং, আ. ন. ম মাসউদ হুসাইন আলকাদেরী, অধ্যক্ষ আবু জাফর হেলাল উদ্দীন, সৈয়্যদ মুজাফ্ফর আহমাদ, অধ্যাপক এম এ মোমেন, ফিরোজ আলম খোকন, এডভোকেট ইসলাম উদ্দীন দুলাল, আলহাজ্ব নুরুল হক, মাষ্টার মুহাম্মদ আবুল হুসাইন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ