Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহামানবদের সঙ্গে খালেদা জিয়ার নিজের তুলনা অসভ্যতা : খালিদ

| প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: মামলার প্রসঙ্গ টেনে মহামানবদের সঙ্গে খালেদা জিয়ার নিজের তুলনা করাকে অসভ্যতার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা ও বঙ্গবন্ধুর মত মহামানবদের সঙ্গে নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও জঙ্গিবাদের জননী খালেদা জিয়া নিজের তুলনা করেছেন। যা চরম অসভ্যতা। মহামানবদের খাটো করার এ হীন চেষ্টায় গোটা বিশ্ববাসী লজ্জিত হয়েছে। গতকাল শুক্রবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালিদ বলেন, আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা ও নৈরাজ্য সৃষ্টির জবাব না দিয়ে খালেদা জিয়াকে এক ইঞ্চি জায়গাও পার হতে দেয়া হবেনা। তিনি বলেন, সেই ২০০১ সাল থেকে এখন পর্যন্ত খালেদা জিয়া এ দেশকে রক্তাক্ত করার চেষ্টা করে যাচ্ছে। সমগ্র পৃথিবী যখন অশান্ত তখন বাংলাদেশে শান্তি স্থাপন করে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
খালিদ মাহমুদ বলেন, খালেদা জিয়া শুরুতে সব মানিনা বলেন, আবার পরে মানতে বাধ্য হন। শুরুতে এ সরকারকে তিনি অবৈধ বলেছেন; এখন এ সরকারের সঙ্গে সংলাপ করতে চান। শুরুতে সংবিধান মানতে চাননি; এখন সংবিধান সংবিধান করে বেড়ান। তিনি বলেন, বাংলাদেশে শেখ হাসিনার সরকার আইনের শাসন নিশ্চিত করেছেন। সংবিধানকে সমুন্নত রেখেছেন।
সভায় আরও বক্তব্য রাখেন মনোরঞ্জন শীল গোপাল এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকারিয়া জাকা, কৃষক লীগ নেতা শিবলী সাদিক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ